সাভারের আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর ওসি মো. জালাল উদ্দিন। এর আগে শনিবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্যে গাজিরচট এলাকার কালাম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২১) ও হোসেন হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার (৪৪)।