November 15, 2025, 12:03 am
শিরোনাম :
স্বরূপকাঠি পৌর বিএনপি ও অধীনস্ত সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত । নেছারাবাদে ৪১ ইঞ্চি উচ্চতার আল-আমিনকে পায়জামা-পাঞ্জাবি ও টুপি উপহার, কৃতজ্ঞতা জানালেন ব্যবসায়ীদের প্রতি নেছারাবাদে আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত এর নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নেছারাবাদে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কাউখালীতে ওলামা দলের আলোচনা সভা অনুষ্ঠিত নেছারাবাদ-বানারীপাড়া মহাসড়কে মোটরসাইকেল – অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে জগন্নাথকাটি বন্দর ব্যবসায়ীদের অনুদান প্রদান নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ম্যাডামের বিতর্কিত মন্তব্য: “পুলিশ নিঃলজ্জ জাতি, আমার টাকায় তাদের বেতন হয়” কৃষ্ণচূড়া গাছের মর্মস্পর্শী বার্তা “সুন্দর হও মননে, গঠনে,জ্ঞানে “

নেছারাবাদে ৪১ ইঞ্চি উচ্চতার আল-আমিনকে পায়জামা-পাঞ্জাবি ও টুপি উপহার, কৃতজ্ঞতা জানালেন ব্যবসায়ীদের প্রতি

Reporter Name

আবু ইউসুফ, নেছারাবাদ প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ছারছীনা নিবাসী এলাকার আব্দুল হামিদের ছেলে মো: আল-আমিনের (২৫) উচ্চতা মাত্র ৪১ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তিনি সবসময় হাসিখুশি ও আত্মপ্রত্যয়ী একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত।

সম্প্রতি আলামিন জানান, তিনি নেছারাবাদ থানার ছারছিনা দরবার শরীফের “মুরিদ” হতে চান। বিষয়টি জানতে পেরে স্বরূপকাঠি জগন্নাথকাঠি বন্দরের কাপড় ব্যবসায়ী নুসরাত বস্ত্রালয়-এর প্রোপাইটর মোহাম্মদ মাহবুব ও মোস্তাফিজুর রহমান আলামিনকে পায়জামা, পাঞ্জাবি ও টুপি উপহার দেন।

উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে আলামিন বলেন, “আমি এক প্রতিবন্ধী মানুষ, আমার উচ্চতা মাত্র ৪১ ইঞ্চি। আমাকে দেখে স্বরূপকাঠির সকল ব্যবসায়ীরা অনেক ভালোবাসেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, আমি তাদের প্রতি অনেক খুশি। সকল ব্যবসায়ীদের প্রতি রইল দোয়া। আল্লাহ যেন তাদের রিজিক ও জীবনে বরকত দান করেন।”

স্থানীয়রা জানান, আলামিনের ইতিবাচক মনোভাব ও সরল জীবনযাপন সকলের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা