আবু ইউসুফ, নেছারাবাদ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ছারছীনা নিবাসী এলাকার আব্দুল হামিদের ছেলে মো: আল-আমিনের (২৫) উচ্চতা মাত্র ৪১ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তিনি সবসময় হাসিখুশি ও আত্মপ্রত্যয়ী একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত।
সম্প্রতি আলামিন জানান, তিনি নেছারাবাদ থানার ছারছিনা দরবার শরীফের “মুরিদ” হতে চান। বিষয়টি জানতে পেরে স্বরূপকাঠি জগন্নাথকাঠি বন্দরের কাপড় ব্যবসায়ী নুসরাত বস্ত্রালয়-এর প্রোপাইটর মোহাম্মদ মাহবুব ও মোস্তাফিজুর রহমান আলামিনকে পায়জামা, পাঞ্জাবি ও টুপি উপহার দেন।
উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে আলামিন বলেন, “আমি এক প্রতিবন্ধী মানুষ, আমার উচ্চতা মাত্র ৪১ ইঞ্চি। আমাকে দেখে স্বরূপকাঠির সকল ব্যবসায়ীরা অনেক ভালোবাসেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, আমি তাদের প্রতি অনেক খুশি। সকল ব্যবসায়ীদের প্রতি রইল দোয়া। আল্লাহ যেন তাদের রিজিক ও জীবনে বরকত দান করেন।”
স্থানীয়রা জানান, আলামিনের ইতিবাচক মনোভাব ও সরল জীবনযাপন সকলের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।